বিজনেস আওয়ার প্রতিবেদক: ঝিনাইদহে রাতের আঁধারে এক কৃষকের ৬০০ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক পার্শ্ববর্তী করিমপুর গ্রামের বসির লস্কর।
কৃষক বসির লস্কর জানান, গ্রামের মাঠের নিজের দুই বিঘা জমিতে ৬০০ কলাগাছ লাগিয়েছিলেন তিনি। কিছুদিনের মধ্যেই কলা বিক্রি শুরু করার কথা ছিল। কিন্তু শনিবার রাতে দুর্বৃত্তরা তার জমির সব কলাগাছ কেটে দিয়েছে। এতে তার প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, ‘সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে আমি ধারণা করছি। আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার ফসলের সঙ্গে যারা শত্রুতা করল তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ঘটনাটি শুনেছি। এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিজনেস আওয়ার/১১ ডিসেম্বর, ২০২২/এএইচএ