ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনার অফিশিয়াল পেজে রাবির প্যারিস রোডের আনন্দ মিছিল

  • পোস্ট হয়েছে : ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক: আর্জেন্টিনার অফিশিয়াল পেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডের আনন্দ মিছিলের ছবি প্রকাশ করেছে। শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) এ ছবি পোস্ট করা হয়।

এটি দেখতে পেয়ে উল্লাসে ফেটে পড়েন রাবি শিক্ষার্থীরা। অনেকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পরিবার গ্রুপ ও নিজস্ব টাইমলাইনে এ ছবি শেয়ার করে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ জানাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আজম খান বলেন, ‘ফুটবলে আমরা আর্জেন্টিনার সমর্থন করি। তাদের প্রতি আমাদের ভালোবাসা সবসময়ে। যখন সেই ভালোবাসার প্রতিদান তারাও দেয় এতে আমাদের আনন্দের শেষ থাকে না।’

রসায়ন বিভাগের রাতুল নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আর্জেন্টিনার অফিশিয়াল পেজে আমাদের রাবির প্যারিস রোডের আনন্দ মিছিলের ছবি প্রকাশ করেছে। দলের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। আমাদের পরিপূর্ণ আত্মবিশ্বাস আছে এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠবে। আর্জেন্টিনার জয়ে পুরো বিশ্ব জয়গানে মেতে উঠবে বলে প্রত্যাশা এ ফুটবলভক্তের।’

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। আগামী ১৩ ডিসেম্বর সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা।

বিজনেস আওয়ার/১১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আর্জেন্টিনার অফিশিয়াল পেজে রাবির প্যারিস রোডের আনন্দ মিছিল

পোস্ট হয়েছে : ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: আর্জেন্টিনার অফিশিয়াল পেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডের আনন্দ মিছিলের ছবি প্রকাশ করেছে। শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) এ ছবি পোস্ট করা হয়।

এটি দেখতে পেয়ে উল্লাসে ফেটে পড়েন রাবি শিক্ষার্থীরা। অনেকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পরিবার গ্রুপ ও নিজস্ব টাইমলাইনে এ ছবি শেয়ার করে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ জানাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আজম খান বলেন, ‘ফুটবলে আমরা আর্জেন্টিনার সমর্থন করি। তাদের প্রতি আমাদের ভালোবাসা সবসময়ে। যখন সেই ভালোবাসার প্রতিদান তারাও দেয় এতে আমাদের আনন্দের শেষ থাকে না।’

রসায়ন বিভাগের রাতুল নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আর্জেন্টিনার অফিশিয়াল পেজে আমাদের রাবির প্যারিস রোডের আনন্দ মিছিলের ছবি প্রকাশ করেছে। দলের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। আমাদের পরিপূর্ণ আত্মবিশ্বাস আছে এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠবে। আর্জেন্টিনার জয়ে পুরো বিশ্ব জয়গানে মেতে উঠবে বলে প্রত্যাশা এ ফুটবলভক্তের।’

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। আগামী ১৩ ডিসেম্বর সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা।

বিজনেস আওয়ার/১১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: