ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক লাইভে এসে মোবাইল মেকানিকের আত্মহত্যার চেষ্টা

  • পোস্ট হয়েছে : ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • 73

বিজনেস আওয়ার প্রতিবেদক: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করছিলেন বাবুল সিদ্দিকী (৪২) নামে এক ব্যক্তি। পরে জাতীয় নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ঘরের গ্রিল ভেঙে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ ডিসেম্বর) রাতে জেলার চিলমারী উপজেলায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করতে চাওয়া বাবুল সিদ্দিকী পেশায় মোবাইল মেকানিক।

পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার সবুজপাড়া গ্রামে বাবুল সিদ্দিকী নামে একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করছেন বলে বিভিন্ন কথা বলতে শুরু করেন। এসময় লাইভ দেখা এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে চিলমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বাবুলের বাড়ির দরজা-জানালা বন্ধ অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তিনি দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না বেঁধে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

আত্মহত্যার চেষ্টা করা বাবুলের পরিবারের সদস্যরা জানান, বাবুল আগেও এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন। তিনি পরিবারের সদস্যদের অজান্তেই সাতটি ঘুমের ওষুধ সেবন করেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান বলেন, বাবুল সিদ্দিকী নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মাহত্যা করবেন বলে বিভিন্ন কথা বলতে থাকেন। ৯৯৯ লাইনে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফেসবুক লাইভে এসে মোবাইল মেকানিকের আত্মহত্যার চেষ্টা

পোস্ট হয়েছে : ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করছিলেন বাবুল সিদ্দিকী (৪২) নামে এক ব্যক্তি। পরে জাতীয় নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ঘরের গ্রিল ভেঙে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ ডিসেম্বর) রাতে জেলার চিলমারী উপজেলায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করতে চাওয়া বাবুল সিদ্দিকী পেশায় মোবাইল মেকানিক।

পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার সবুজপাড়া গ্রামে বাবুল সিদ্দিকী নামে একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করছেন বলে বিভিন্ন কথা বলতে শুরু করেন। এসময় লাইভ দেখা এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে চিলমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বাবুলের বাড়ির দরজা-জানালা বন্ধ অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তিনি দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না বেঁধে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

আত্মহত্যার চেষ্টা করা বাবুলের পরিবারের সদস্যরা জানান, বাবুল আগেও এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন। তিনি পরিবারের সদস্যদের অজান্তেই সাতটি ঘুমের ওষুধ সেবন করেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান বলেন, বাবুল সিদ্দিকী নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মাহত্যা করবেন বলে বিভিন্ন কথা বলতে থাকেন। ৯৯৯ লাইনে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: