আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। ইউরোপের এ দেশটিতে জ্বালানির দাম এতটাই বেড়েছে যে এ শীত মৌসুমে ঘরবাড়ি গরম রাখার জন্য দেশটির জনগণকে জ্বালানির বিকল্প হিসেবে কাঠ মজুত করতে বাধ্য করেছে। খবর আরটির।
শুক্রবার (৯ ডিসেম্বর) অস্ট্রিয়ান এনার্জি এজেন্সি (এইএ) এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে অস্ট্রিয়ায় প্রাকৃতিক গ্যাসের দাম ১১৯ শতাংশ বেড়েছে। আর আগের মাস সেপ্টেম্বরের তুলনায় তা বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।
সংস্থাটির মতে, বছর ব্যবধানে দেশটির এনার্জি প্রাইস ইনডেক্সে (ইপিআই) গৃহস্থালি জ্বালানির দাম অক্টোবরে ৫০ দশমিক ২ শতাংশ বেড়েছে।
অক্টোবরে অস্ট্রিয়ায় জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় ছিল উল্লেখ করে এইএ জানিয়েছে, জ্বালানির এ চড়া দাম দেশটির মূল্যস্ফীতি বাড়িয়েছে। কারণ, জ্বালানি তেলের দাম ৯৪ দশমিক ৫ শতাংশ এবং ডিজেলের দাম ৪৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ ছাড়া ডিস্ট্রিক্ট হিটিংয়ের দাম বেড়েছে ৬১ দশমিক ৫ শতাংশ এবং বিদ্যুতের ২৪ দশমিক ৮ শতাংশ।
এমন চড়া মূল্যের জ্বালানি দেশটির জনসাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই অনেক পরিবারই জ্বালানি সংকটের কারণে ঘরবাড়ি গরম করার জন্য জ্বালানির বিকল্প উৎস হিসেবে কাঠের দিকে ঝুঁকছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে কাঠের টুকরার দাম ১৬৩ শতাংশ বেড়েছে আর জ্বালানি কাঠের দাম ৮১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
এদিকে দেশটিতে বর্তমানে প্রিমিয়াম পেট্রোলের চেয়েও ডিজেল বেশি ব্যয়বহুল বলে উল্লেখ করেছে এইএ।
সংস্থাটি জানিয়েছে, অক্টোবরে একটি সাধারণ ৫০ লিটারের ট্যাঙ্ক প্রিমিয়াম পেট্রোল ভরতে গ্রাহককে ৮৫ ইউরো (প্রায় ৯০ ডলার) গুনতে হতো। গত বছরের একই সময়ে তুলনায় যা ২০ ইউরো বেশি। এদিকে অক্টোবরে একই পরিমাণ ডিজেলের দাম পড়ে গড়ে ১০০ ইউরো।
বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২২/এএইচএ