বিজনেস আওয়ার প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের স্বাক্ষর ও সিল জালিয়াতির মামলায় জেলার সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পিকে (২৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (১২ ডিসেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইশতিয়াক আহমেদ বাপ্পি উপজেলার নিজ সরাইল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের স্বাক্ষর ও সিল জালিয়াতির মামলায় সোমবার ভোরে নিজ বাড়ি থেকে বাপ্পিকে গ্রেফতার করা হয়। আদালতের কাগজপত্র জালিয়াতির অভিযোগে এক আইনজীবী আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় বাপ্পিকে গ্রেফতার করা হয়।
বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২২/এএইচএ