বিজনেস আওয়ার প্রতিবেদক: হ্যাকিংসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দেশের ব্যাংকিং খাতসহ অন্যান্য ক্ষেত্রে সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৈঠকে সাইবার সিকিউরিটির বিষয়ে আরও জোর দিতে বলা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, গত দুই-তিন বছর ধরে আমরা সাইবার নিরাপত্তার বিষয়ে দেখছিলাম। এ ক্ষেত্রে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করার জন্য…যাতে কোনোভাবেই বাইরে থেকে ওয়েবসাইট হ্যাক করা না যায়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে দুই-তিনটি বড় বড় অফিসে হ্যাক হয়েছে। এ ছাড়া আমরা আস্তে আস্তে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছি। ওগুলোতেও যেন ভালো করে নিরাপত্তা থাকে।
সাবমেরিন ক্যাবলের পরে আরেকটি ক্যাবল অনুমোদন করা হয়েছে, সেগুলো যেন আরও দ্রুত কাজ করা হয় সেজন্য মন্ত্রিসভা নির্দেশ দেওয়া হয়েছে।
বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২২/এএইচএ