বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮২টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে ওরিয়ন ফার্মার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ওরিয়ন ফার্মার শেয়ার দর ছিল ৪৫ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৬২.৭০ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ১৭.৭০ টাকা বা ৩৯.৩৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩৯.১৩ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩২.০৪ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ২৯.২৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ২৫ শতাংশ, বেক্সিমকোর ২৩ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ২১.৩৮ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৮.৮৯ শতাংশ, জেমিনি সী ফুডের ১৮.১৩ শতাংশ এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ার দর ১৭.৩২ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/২১ আগস্ট, ২০২০/এস