বিজনেস আওয়ার প্রতিবেদক: দলীয় আমীরকে গ্রেফতারের প্রতিবাদে রাজশাহীতে ঝটিকা মিছিলের করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। এসময় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটলে এক পুলিশ সদস্য ও দুই পথচারী আহত হোন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহী নগরীর উপশহর মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নগরীর নিউমার্কেট মসজিদের সামনে থেকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা সংগঠনের আমীর ডা. শফিকুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দড়িখরবোনা মোড়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভা করে তারা। এ সময় পুলিশ ঘটনাস্থলে আসলে জামায়াত-শিবির কর্মীরা শহর মোড়ে সরে গিয়ে পুলিশের ওপর হামলা করে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এর কিছুক্ষণ পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, ইট পাটকেল ছোড়াছুড়িতে দুই পথচারী আহত হয়েছেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, হায়দার আলী নামে এক পুলিশ সদস্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে দোষীদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান- এ পুলিশ কর্মকর্তা।
বিজনেস আওয়ার/১৩ ডিসেম্বর, ২০২২/এএইচএ