বিজনেস আওয়ার প্রতিবেদক: গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সোহরাব হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোহরাব হোসেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সহোদর ভাই।
সোহরাব হোসেনের বড় ছেলে রায়হান আহমেদ হৃদয় জানান, গত ২০ নভেম্বর বিকেলে ঢাকায় বিএনপির দলীয় সভা শেষে একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার বাবা সোহরাব হোসেনের। তাৎক্ষণিকভাবে তাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ওই হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহরাব হোসেন রয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গাজীপুর মহানগর বিএনপির একজন সফল সংগঠক হিসেবে চলতি বছরের ৩১ আগস্ট তাকে মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেয় কেন্দ্রীয় বিএনপি। তিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় সাবেক সহসভাপতি। গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের জনতার সম্পাদক ও প্রকাশক হিসেবে তিনি পালন করেছেন।
আগামীকাল বুধবার (১৪ ডিসেম্বর) সকালে গাজীপুরে জানাজা শেষে সোহরাব হোসেনকে গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও দলীয় কর্মী-সমর্থক রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল করিম রনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলসহ বিএনপি নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
বিজনেস আওয়ার/১৩ ডিসেম্বর, ২০২২/এএইচএ