ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান

  • পোস্ট হয়েছে : ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • 61

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মনোনীত হয়েছেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আইনজীবীদের মাধ্যমে অধ্যাপক মুজিবুর রহমানের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

পৃথক বিবৃতিতে তিনি বলেন, ১২ ডিসেম্বর রাত ১টায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে তার নিজ বাসা থেকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে। ১৩ ডিসেম্বর তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করে।

রাষ্ট্রপক্ষ জিজ্ঞাসাবাদের নামে এবং তাকে হয়রানির উদ্দেশ্যে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা উচ্চ আদালতের নির্দেশনার পরিপন্থি।

বিবৃতিতে তিনি দাবি করেন, ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনো গোপন সংগঠনের সাথে তার সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই। জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে রাজনীতি করে। ডা. শফিকুর রহমানের সকল তৎপরতা প্রকাশ্য।

বিবৃতিতে তিনি বলেন, ১০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এই আন্দোলনকে বাধাগ্রস্ত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই তাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা রিমান্ড বাতিল করে অবিলম্বে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের মুক্তি দাবি করছি।

বিজনেস আওয়ার/১৩ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান

পোস্ট হয়েছে : ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মনোনীত হয়েছেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আইনজীবীদের মাধ্যমে অধ্যাপক মুজিবুর রহমানের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

পৃথক বিবৃতিতে তিনি বলেন, ১২ ডিসেম্বর রাত ১টায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে তার নিজ বাসা থেকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে। ১৩ ডিসেম্বর তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করে।

রাষ্ট্রপক্ষ জিজ্ঞাসাবাদের নামে এবং তাকে হয়রানির উদ্দেশ্যে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা উচ্চ আদালতের নির্দেশনার পরিপন্থি।

বিবৃতিতে তিনি দাবি করেন, ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনো গোপন সংগঠনের সাথে তার সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই। জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে রাজনীতি করে। ডা. শফিকুর রহমানের সকল তৎপরতা প্রকাশ্য।

বিবৃতিতে তিনি বলেন, ১০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এই আন্দোলনকে বাধাগ্রস্ত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই তাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা রিমান্ড বাতিল করে অবিলম্বে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের মুক্তি দাবি করছি।

বিজনেস আওয়ার/১৩ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: