বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ১৯৯৬ সালে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগও জোট করেছিল। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা দাবি করে, সেই আওয়ামী লীগও কিন্তু জামায়াতের সঙ্গে জোট করেছে।
তিনি বলেন, নীতিগত প্রশ্নে বিএনপি কখনও পাকিস্তানের ভাবাদর্শ বা ধ্যানধারণায় বিশ্বাস করে না। বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। আজ আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।
বিএনপির এই নেতা বলেন, একাত্তরের দোসররা ভালো করেই জানতো, বুদ্ধিজীবীদের হত্যা করতে পারলে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করা যাবে।
বিজনেস আওয়ার/১৪ ডিসেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: