বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানী উত্তরা পশ্চিম থানার নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বলেন, নাশকতার ওই মামলায় আসামিদের আজ সাক্ষ্য গ্রহণ ছিল। কিন্তু আসামিদের পক্ষ থেকে সময় আবেদন করা হলে আদালত নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০১২ সালে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করা হয়।
এর আগে, গত ১২ ডিসেম্বর শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে সন্ত্রাস বিরোধ আইনের একটি মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বিজনেস আওয়ার/১৪ ডিসেম্বর, ২০২২/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: