স্পোর্টস ডেস্ক: ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতেছে সেভিয়া। এর আগে সেভিয়া ইউরোপা লিগের শিরোপা জিতেছিল ২০১৫/১৬ মৌসুমে। এটি নিয়ে ছয়বার ফাইনাল খেলে সব কটিতেই জিতলো লা লিগার ক্লাবটি।
ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় ইন্টার মিলান। পেনাল্টি থেকে মিলানকে এগিয়ে নেন লুকাকু। তবে সেভিয়া ম্যাচে ফিরতে একদমই সময় নেয়নি। ১২তম মিনিটে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে সেভিয়া। জেসুস নাভাসের লং পাস থেকে হেডে দুর্দান্ত গোল করে সেভিয়াকে সমতায় ফেরান ডি ইয়ং।
৩৩ মিনিটে আরও এক গোল করে সেভিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইয়ং। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেভিয়াও। দুই মিনিট পেরোতেই তাদের সমতায় ফেরান ডিয়েগো গডিন। ৩৫ মিনিটেই ম্যাচে ২-২ সমতা! এমন উত্তেজনা ছড়ানো লড়াই অনেকটা সময় ধরে চলেছে।
দ্বিতীয়ার্ধেও সমানে সমানে লড়েছে দুই দল। কিন্তু মিলানের ভাগ্যে যেন শিরোপা লেখাই ছিল না। না হলে ৭৪ মিনিটে এমন দুর্ভাগ্য কেন? হাই বল থেকে কার্লোসের ওভারহেড কিকে পা ধরে দিয়েছিলেন লুকাকু। তাতে বল জড়িয়ে যায় নিজেদেরই জালে। শেষ পর্যন্ত ইন্টার মিলানকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে সেভিয়া।
বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২০/এ