বিজনেস আওয়ার প্রতিবেদক : ফ্রান্সের লিওন শহরের কাছে ভলক্স এন ভেলিনে একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ ১০ জন নিহত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির জরুরি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভলক্স-এন-ভেলিনের ভবনটির সাত তলা ব্লকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও অজানা।
নিহত শিশুদের সবার বয়স তিন থেকে ১৫ বছরের মধ্যে বলে জানায় কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি
বিজনেস আওয়ার/১৬ ডিসেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: