ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শুটিংয়ে ফেরার অপেক্ষায় ববি

  • পোস্ট হয়েছে : ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • 43

বিনোদন ডেস্ক: দেশে করোনা সংক্রমণ শুরুর আগে সৈকত নাসিরের ‘আকবর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। কিন্তু ঘরবন্দি হওয়ায় কাজটি আর এগোয়নি। এরমধ্যে আবার ববিও করোনায় আক্রান্ত হয়েছেন। সময়টা তার জন্য বেশ কষ্টের। তবে নতুন উদ্যমে শুটিংয়ে ফেরার অপেক্ষায় আছেন।

এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, করোনামুক্ত হলেও শরীর এখনও বেশ দুর্বল। তবে কাজে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি। পরিচালক সৈকত নাসির তার ‘আকবর’ সিনেমাটি দিয়ে শুটিংয়ে ফিরতে বলছেন। দেখা যাক কী হয়। এই সিনেমা দিয়েও ফিরতে পারি, আবার নতুন কোনো সিনেমার মধ্য দিয়েও ক্যামেরার সামনে দাঁড়াতে পারি।

এদিকে গেল মঙ্গলবার ছিল ববির জন্মদিন। আর এই দিনে ঘোষণা আসে তার নতুন একটি ছবির। ‘গুলশানের চামেলী’ শিরোনামে নতুন ছবিটি নির্মাণ করবেন নির্মাতা সৈকত নাসির। ববির জন্মদিনে ছবিটির নায়িকা হিসেবে তার নাম ঘোষণা করলেন প্রযোজক ইকবাল।

‘বৃদ্ধাশ্রম’ শিরোনামের ববির একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। নতুন ছবিটির মুক্তি প্রসঙ্গে ববি বলেন, মৌলিক গল্পের ছবি এটি। করোনার কারণে এটি মুক্তি পাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে এটি মুক্তির নতুন তারিখ আসবে।

এদিকে অভিনয়ের জন্য ক্যারিয়ারে প্রথমবার আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন এই নায়িকা। গেল ৯ই আগস্ট ভারতের দিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়া প্রথম সীমানাহীন ডিজিটাল চলচ্চিত্র উৎসব ‘ইনডাস ভ্যালি ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ তিনি এ সম্মাননা অর্জন করেন। তার অভিনীত ‘নোলক’ ছবির জন্য তাকে পুরস্কৃত করা হয়।

অনলাইনে চিত্রনায়িকা ববির নাম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ঘোষণা করা হয়। ।

এ প্রাপ্তি প্রসঙ্গে ববি বলেন, ২০২০ সালটা তো আসলে আমাদের সবার জন্য অনেক কষ্টের, বেদনার। আমরা আশা করতে ভুলেই গেছি এ বছরে। কিন্তু এত আশাহত ঘটনার মাঝে ‘নোলক’ ছবির জন্য আমার এ পুরস্কার প্রাপ্তির বিষয়টি ছিল অনেক আনন্দের, উচ্ছ্বাসের।করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতে গিয়ে এ সম্মাননা নিজ হাতে গ্রহণ করব।

বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শুটিংয়ে ফেরার অপেক্ষায় ববি

পোস্ট হয়েছে : ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০

বিনোদন ডেস্ক: দেশে করোনা সংক্রমণ শুরুর আগে সৈকত নাসিরের ‘আকবর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। কিন্তু ঘরবন্দি হওয়ায় কাজটি আর এগোয়নি। এরমধ্যে আবার ববিও করোনায় আক্রান্ত হয়েছেন। সময়টা তার জন্য বেশ কষ্টের। তবে নতুন উদ্যমে শুটিংয়ে ফেরার অপেক্ষায় আছেন।

এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, করোনামুক্ত হলেও শরীর এখনও বেশ দুর্বল। তবে কাজে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি। পরিচালক সৈকত নাসির তার ‘আকবর’ সিনেমাটি দিয়ে শুটিংয়ে ফিরতে বলছেন। দেখা যাক কী হয়। এই সিনেমা দিয়েও ফিরতে পারি, আবার নতুন কোনো সিনেমার মধ্য দিয়েও ক্যামেরার সামনে দাঁড়াতে পারি।

এদিকে গেল মঙ্গলবার ছিল ববির জন্মদিন। আর এই দিনে ঘোষণা আসে তার নতুন একটি ছবির। ‘গুলশানের চামেলী’ শিরোনামে নতুন ছবিটি নির্মাণ করবেন নির্মাতা সৈকত নাসির। ববির জন্মদিনে ছবিটির নায়িকা হিসেবে তার নাম ঘোষণা করলেন প্রযোজক ইকবাল।

‘বৃদ্ধাশ্রম’ শিরোনামের ববির একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। নতুন ছবিটির মুক্তি প্রসঙ্গে ববি বলেন, মৌলিক গল্পের ছবি এটি। করোনার কারণে এটি মুক্তি পাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে এটি মুক্তির নতুন তারিখ আসবে।

এদিকে অভিনয়ের জন্য ক্যারিয়ারে প্রথমবার আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন এই নায়িকা। গেল ৯ই আগস্ট ভারতের দিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়া প্রথম সীমানাহীন ডিজিটাল চলচ্চিত্র উৎসব ‘ইনডাস ভ্যালি ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ তিনি এ সম্মাননা অর্জন করেন। তার অভিনীত ‘নোলক’ ছবির জন্য তাকে পুরস্কৃত করা হয়।

অনলাইনে চিত্রনায়িকা ববির নাম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ঘোষণা করা হয়। ।

এ প্রাপ্তি প্রসঙ্গে ববি বলেন, ২০২০ সালটা তো আসলে আমাদের সবার জন্য অনেক কষ্টের, বেদনার। আমরা আশা করতে ভুলেই গেছি এ বছরে। কিন্তু এত আশাহত ঘটনার মাঝে ‘নোলক’ ছবির জন্য আমার এ পুরস্কার প্রাপ্তির বিষয়টি ছিল অনেক আনন্দের, উচ্ছ্বাসের।করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতে গিয়ে এ সম্মাননা নিজ হাতে গ্রহণ করব।

বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: