বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার ও আওয়ামী লীগের লোকজন অর্থ পাচারের সঙ্গে জড়িত। এ কারণেই দেশের অর্থনীতিতে বিপর্যয় নেমেছে।
বিজয় দিবসে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।
সকালে প্রথমে মোশাররফ দলের নেতাদেরকে নিয়ে যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসেন শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে। সেখানে দলের প্রতিষ্ঠাতার কবরে ফুল দেয়ার পর তার পরিবার ও দেশের সমৃদ্ধি কামনায় হয় বিশেষ মোনাজাত।
এ সময় মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ও সরকারের সিন্ডিকেটের কারণে দেশের অর্থনীতি লুটপাট, চাঁদাবাজি হচ্ছে। দেশের মুদ্রা অন্য দেশে পাচার করে একটি বিপর্যয় সৃষ্টি করেছে।’
সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে অভিযোগ করে তিনি বলেন, ‘দিনের ভোট রাতে করে তারা দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করছে। বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে তা ধ্বংস করে দিয়েছে।
‘দেশের স্বাধীনতা নেই। আমাদের নেত্রী খালেদা জিয়াকে একটি বানোয়াট মামলায় ও নির্দেশিত রায়ে তিনি আজ কারাবন্দি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের একটি ফরমায়েশি রায়ে বিদেশ থাকতে বাধ্য হচ্ছেন।’
বিজনেস আওয়ার/১৬ ডিসেম্বর, ২০২২/কমা