বিজনেস আওয়ার প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নির্বাচিত ৩৭ হাজার ৫৭৪ প্রার্থীকে ডোপ টেস্ট করাসহ বেশি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র পেতে সাতটি নির্দেশনার মধ্যে অন্যতম স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের সব ধরনের মূল সনদ এবং যথাযথভাবে পূরণকৃত তিন সেট পুলিশ ভেরিফিকেশন ফর্ম আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।
বিজনেস আওয়ার/১৮ ডিসেম্বর, ২০২২/কমা