ঢাকা , সোমবার, ২৪ জুন ২০২৪, ৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হিজাব পরলেও সমস্যা আবার বিকিনিতেও: নুসরাত

  • পোস্ট হয়েছে : ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • 12

বিনোদন ডেস্ক: ‘পাঠান’ ছবির ‘বেশরম’ গান নিয়ে ভারতজুড়ে চলছে বিতর্ক। গানে অভিনেত্রী দীপিকা পাডুকোনের পোশাক নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তবে এসব সমালোচনা উড়িয়ে দীপিকার প্রশংসা করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান।

তিনি বলেন, বেশরম গানে দীপিকা আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ লাগছে তাকে। এসব বিতর্ক না করে, ছবিটা কেমন হবে, তা নিয়ে আলোচনা হওয়া উচিত। মানুষের বিনোদনের জন্য এ সিনেমা নির্মিত হয়েছে। এই সিনেমা পছন্দ করবে কি করবে না সেই সিদ্ধান্ত জনগণ নেবে।’’

দীর্ঘ বিরতি ভেঙে জুটি বেঁধে পর্দায় ফিরছেন শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে তাদের অভিনীত ‘পাঠান’ সিনেমা। কয়েক দিন আগে এ সিনেমার ‘বেশরম রং’ গানটি মুক্তি পেয়েছে।

এ গানের শিরোনাম, কথা, পোশাকে সবুজ ও গেরুয়া রং নিয়ে ঘোর আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রার। তারপর এই বিতর্ক ছড়িয়ে পড়ে সারা ভারতে। বর্তমানে এটি ‘টক অব দ্য কান্ট্রিতে’ রূপ নিয়েছে। এ নিয়ে তোলপাড় ভারতের রাজনৈতিক মহল।

ভারতের শাসক দল বিজেপির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নুসরাত জাহান বলেন— ‘এই দলের সব কিছুতেই সমস্যা। হিজাব নিয়েও এদের সমস্যা আবার বিকিনি নিয়েও এদের সমস্যা। দেশের নারীরা কী পরবে, কী খাবে তাও বলে দেওয়ার দায়িত্ব এদের কে দিয়েছে?’

‘পাঠান’ সিনেমার বিতর্ক এখন শুধু বাইরেই নয়, এটি গড়িয়েছে আদালতে। হিন্দু ধর্মালম্বীদের ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহার আদালতে।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

বিজনেস আওয়ার/১৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হিজাব পরলেও সমস্যা আবার বিকিনিতেও: নুসরাত

পোস্ট হয়েছে : ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: ‘পাঠান’ ছবির ‘বেশরম’ গান নিয়ে ভারতজুড়ে চলছে বিতর্ক। গানে অভিনেত্রী দীপিকা পাডুকোনের পোশাক নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তবে এসব সমালোচনা উড়িয়ে দীপিকার প্রশংসা করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান।

তিনি বলেন, বেশরম গানে দীপিকা আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ লাগছে তাকে। এসব বিতর্ক না করে, ছবিটা কেমন হবে, তা নিয়ে আলোচনা হওয়া উচিত। মানুষের বিনোদনের জন্য এ সিনেমা নির্মিত হয়েছে। এই সিনেমা পছন্দ করবে কি করবে না সেই সিদ্ধান্ত জনগণ নেবে।’’

দীর্ঘ বিরতি ভেঙে জুটি বেঁধে পর্দায় ফিরছেন শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে তাদের অভিনীত ‘পাঠান’ সিনেমা। কয়েক দিন আগে এ সিনেমার ‘বেশরম রং’ গানটি মুক্তি পেয়েছে।

এ গানের শিরোনাম, কথা, পোশাকে সবুজ ও গেরুয়া রং নিয়ে ঘোর আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রার। তারপর এই বিতর্ক ছড়িয়ে পড়ে সারা ভারতে। বর্তমানে এটি ‘টক অব দ্য কান্ট্রিতে’ রূপ নিয়েছে। এ নিয়ে তোলপাড় ভারতের রাজনৈতিক মহল।

ভারতের শাসক দল বিজেপির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নুসরাত জাহান বলেন— ‘এই দলের সব কিছুতেই সমস্যা। হিজাব নিয়েও এদের সমস্যা আবার বিকিনি নিয়েও এদের সমস্যা। দেশের নারীরা কী পরবে, কী খাবে তাও বলে দেওয়ার দায়িত্ব এদের কে দিয়েছে?’

‘পাঠান’ সিনেমার বিতর্ক এখন শুধু বাইরেই নয়, এটি গড়িয়েছে আদালতে। হিন্দু ধর্মালম্বীদের ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহার আদালতে।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

বিজনেস আওয়ার/১৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: