ঢাকা , বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জুয়ার বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টের রুল

  • পোস্ট হয়েছে : ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • 13

বিজনেস আওয়ার প্রতিবেদক: টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে বা দৃশ্যমান কোনও স্ক্রিনে খেলা সম্প্রচারকালে ইন্টারনেট ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৮ ডিসেম্বর) বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

রুলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক সচিব, ক্রীড়া সচিব, বিটিআরসি, বিটিআরসির চেয়াম্যান, রেসপন্স কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, গত ১১ ডিসেম্বর জনস্বার্থে জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন আইনজীবী মিফতাউল আলম ও সুমিত কুমার সরকার।

বিজনেস আওয়ার/১৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জুয়ার বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টের রুল

পোস্ট হয়েছে : ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে বা দৃশ্যমান কোনও স্ক্রিনে খেলা সম্প্রচারকালে ইন্টারনেট ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৮ ডিসেম্বর) বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

রুলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক সচিব, ক্রীড়া সচিব, বিটিআরসি, বিটিআরসির চেয়াম্যান, রেসপন্স কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, গত ১১ ডিসেম্বর জনস্বার্থে জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন আইনজীবী মিফতাউল আলম ও সুমিত কুমার সরকার।

বিজনেস আওয়ার/১৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: