স্পোর্টস ডেস্ক: মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন যতবারই উঠেছে, ততবারই খবরটি বাতাসে উড়িয়ে দিয়েছে ক্লাবটি। তারা বারবার জোর দিয়েই বলেছে মেসিকে ছাড়বে না। তবে সেই দিন আর নেই। মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনায় আর্জেন্টাইন খুদেরাজ রীতিমত বিরক্ত ক্লাবের ওপর। তিনিও বিকল্প ভাবছেন। তবে নতুন খবর হলো, বার্সার বোর্ড সদস্যদের কয়েকজন নাকি এখন মেসিকে বিক্রি করে দেয়ার পক্ষেই।
দলের মধ্যে অনেকদিন ধরেই সমস্যা চলছিল। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮ গোলে বিদ্ধস্ত হওয়ার পর বার্সা একদম খাদের কিনারায় পৌঁছে গেছে। এর পরপরই কোচ কিকে সেতিয়েনকে ছাঁটাই করেছে। সেই সাথে বরখাস্ত হয়েছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালও। দলে পরিবর্তন আরও আসবে। লুইস সুয়ারেজ আর জর্ডি আলবার চলে যাওয়ার খবর শোনা যাচ্ছে।
তবে সব কিছুই যখন ঢেলে সাজানো হবে, তখন মেসি আর বার্সায় থেকে কি করবেন! বার্সা সুপারস্টার নিজেও এখন তার ভবিষ্যত নিয়ে সন্দিহান। ক্লাব বদলের ব্যাপারটি এখন তাই আর পুরোপুরি গুঞ্জন নয়। হয়তো এটা সত্যও হতে পারে। বার্সার বোর্ডে থাকা বেশিরভাগ সদস্যই অবশ্য মেসির চলে যাওয়ার গুঞ্জন নিয়ে ওতটা বিচলিত নন।
তবে ক্লাবের এক সূত্র ইএসপিএনকে জানিয়েছে, তারা কেউ কেউ মনে করেন-মেসি যদি বার্সেলোনায় আর নিজেকে সুখী মনে না করেন, তবে বড় প্রস্তাব পেলে তাকে ছেড়ে দেয়ার কথা ভাববে কাতালান ক্লাবটি। যদিও মেসির রিলিজ ক্লজ বহন করার ক্ষমতা কোনো ক্লাবের এই মুহূর্তে হবে কি না, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহই আছে।
মেসিকে নিতে হলে এখন বার্সাকে দিতে হবে ৭০০ মিলিয়ন ইউরো। এছাড়া বার্সায় মেসির মাসিক বেতন ৮.৩ মিলিয়ন ইউরো। এত খরচ বহন করে কোনো ক্লাব মেসিকে এখন নিতে না পারারই কথা। তার চেয়ে বরং যদি মেসি চুক্তি আর নবায়ন না করেন, তবে এক বছর পর তাকে সহজেই নিয়ে নিতে পারবে যে কোনো ক্লাব। সেই অপেক্ষাতেই হয়তো বেশিরভাগ ক্লাব।
বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২০/এ