আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে একটি সুরঙ্গে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।
শনিবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, কাবুলের ৮০ মাইল উত্তরে অবস্থিত সালং সুরঙ্গটি ১৯৬০’র দশকে সোভিয়েত আক্রমণে সহায়তা করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছিল। দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের মূল সংযোগ এই সুরঙ্গটি।
পারওয়ান প্রদেশের মুখপাত্র সাইদ হিমাতুল্লাহ শামীম বলেন, সুরঙ্গে বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। জীবিত অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
স্থানীয় কর্মকর্তা ডা. আবদুল্লাহ আফগান বলেন, পারওয়ানের স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং ২৪ জন আহত হওয়ার খবর দিয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন শিশু রয়েছে।
গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মৌলভি হামিদুল্লাহ মিসবাহ রোববার (১৮ ডিসেম্বর) সকালে বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। কর্মকর্তারা সুরঙ্গটি পরিষ্কার করার কাজ করছে।
বিজনেস আওয়ার/১৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ