বিজনেস আওয়ার প্রতিবেদক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (৩৫) নামের বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ের যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মো. ওয়ায়েজ উদ্দিনের ছেলে। তিনি মদিনায় গাড়ি চালাতেন।
শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় মদিনা শহরের ইয়ানবোতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই সোহেল মিয়া বলেন, কবির ১৫ বছর ধরে কবির হোসেন সৌদি আরবে থাকেন। তিনি পেশায় একজন গাড়িচালক। শনিবার সৌদি আরবের স্থানীয় সময় ৩টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মদিনা শহরের ইয়ানবোতে সড়কের পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় পেছন থেকে অপর একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোহেল আরও বলেন, তিন বছর আগে বাড়িতে এসে বিয়ে করে আবারও সৌদিতে ফিরে যান। এরপর আনুমানিক দেড় বছর আগে বাড়িতে এসে আবারও সৌদিতে চলে যান। কিছুদিনের দিনের মাঝে আবারও দেশে আসার কথা ছিল বলেও জানান তিনি।
যশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিজনেস আওয়ার/১৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ