আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও গুলিতে ৯ পুলিশ সদস্যের নিহতের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রবিবার রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে এই জঙ্গি হামলা হয়। খবর বিবিসির।
ওই এলাকার চালাল আর-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করা হয়। এ সময় বন্দুক হামলার ঘটনাও ঘটে।
বিস্ফোরণের পর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ হামলায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন তারা।
কিরকুকের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এক হামলাকারী নিহত হয়েছে। অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: