স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সিরিজের সময় ঘনিয়ে আসছে। দলের বাকি পেসাররা অনুশীলনে নেমে পড়লেও বাকি ছিলেন শুধু রুবেল হোসেন। অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন এই টাইগার পেসার। শনিবার (২২ আগস্ট) চতুর্থ ধাপের প্রথম দিনে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় এসে অনুশীলন করেন রুবেল।
ব্যক্তিগত অনুশীলনের চতুর্থ ধাপের প্রথম দিনে বৃষ্টিমুখর দুপুরে হোম অব ক্রিকেটে এসে রুবেল আগে চলে যান ইনডোরে। সূচি অনুযায়ী জিম সেশনে সময় দিয়েছেন অনেক্ষণ। প্রথমদিন তাই বল করতে পারেননি, তাই শুধুই হাত ঘুরিয়েছেন। এরপর মূল ভেন্যুতে বৃষ্টির মধ্যেই সেরেছেন রানিং।
উল্লেখ্য, সাদা পোশাকে জার্সিতে রুবেলকে সব শেষ দেখা গিয়েছিল গেল চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে তাকে দলের বাইরেই থাকতে হয়েছে। কিন্তু তাই বলে যে শ্রীলঙ্কা সফরে থাকবেন না সেই নিশ্চয়তা কোথায়?
তাছাড়া গত পরশু শ্রীলঙ্কা সফরে দল নিয়ে করা মন্তব্যে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বলেছেন অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে।
শ্রীলঙ্কা সফরে যদি রাহি, এবাদাত, মোস্তাফিজ, সাইফুদ্দিনদের ভীড়ে রুবেল দলে জায়গা করে নিতে নাও পারেন অন্তত নিজেকে ফিট রাখতে হলেও তো তার অনুশীলন ফেরা দরকার ছিল। কারণ প্রাণঘাতী করোনার দাপটে টানা ৫ মাসেরও বেশি সময় ঘর থেকেই বের হতে পারেননি এই পেসার।
বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২০/এ