বিজনেস আওয়ার ডেস্ক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (১৯ ডিসেম্বর) ৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৭২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে পাঁচ কোম্পানির বড় লেনদেন হয়েছে এই মার্কেটে।
জানা গেছে, কোম্পানিগুলোর দুই কোটি ৬৮ লাখ ৯৮ হাজার ০৬৫টি শেয়ার ১৬৯ বার হাত বদলের মাধ্যমে ১৭২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০০ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো সুকুক বন্ডের। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ কোটি ২৪ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার, তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৪১ লাখ ৮৫ হাজার টাকার ইন্ট্রাকোর, চতুর্থ সর্বোচ্চ ৯ কোটি ৫৪ লাখ টাকার সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের এবং পঞ্চম সর্বোচ্চ ৭ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের।
বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২২/পিএস