আন্তর্জাতিক ডেস্ক: কাতারের লুসাইল স্টেডিয়ামে রোববার যখন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শুরু হয়, তার কয়েক ঘণ্টা আগে কোচি শহরে বিবাহবন্ধনে আবদ্ধ হন আথিরা এবং শচীন। বিয়ের সমস্ত সাজপোষাক ও অলঙ্কার পরার পরে তার ওপর নিজেদের সমর্থন করা ফুটবল দলের জার্সি চাপিয়েছিলেন তারা। দুজনেই আবার পরেছিলেন ১০ নাম্বার জার্সি। আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি ও ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ১০ নাম্বার জার্সি গায়ে জাতীয় দলের হয়ে খেলায় নামেন।
ক্রিকেটের জন্য পাগল ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ফুটবল ভক্তরা ফুটবলের প্রতি তাদের ভালোবাসার জন্য সবসময়ই নিজেদের আলাদা করে রাখেন।
রোববার আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচের দিনও তার প্রমাণ দিলেন কেরালার এক যুগল। প্রিয় দুই দলের ফাইনাল ম্যাচের দিন নিজেদের বিয়ের তারিখ নির্ধারণ করে রেখেছিলেন শচিন আর এবং আর আথিরা যুগল।
বিয়ের পিঁড়িতে বসেও নিজ নিজ দলের প্রতি সমর্থন অক্ষুণ্ন রেখেছেন তারা।
বিবিসি জানিয়েছে, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কড়া সমর্থক শচিন। অন্যদিকে ফ্রান্সের ফুটবল দলের ভক্ত আথিরা। উভয় দলের খেলা কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু হওয়ার আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শচিন ও আথিরা। তারা বিয়ে করেছেন কোচি শহরে।
কেরালা রাজ্যে মেসির প্রচুর ভক্ত রয়েছে। আর্জেন্টিনার জয়ে সেখানে রাতে ব্যাপকহারে উদযাপন হয়েছে। থ্রিসুর শহরের একটি হোটেলের মালিক ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জিতলে বিনা পয়সায় বিরিয়ানি পরিবেশন করবেন।
সূত্র: বিবিসি।
বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২২/এএইচএ