1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
টুইটারের পদ থেকে মাস্কের পদত্যাগের পক্ষে বেশি ভোট
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

টুইটারের পদ থেকে মাস্কের পদত্যাগের পক্ষে বেশি ভোট

  • পোস্ট হয়েছে : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
print sharing button

আন্তর্জাতিক ডেস্ক: ইলন মাস্কে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে চান না বেশির ভাগ টুইটার ব্যবহারকারীরা, নতুন একটি জনমত জরিপে এতথ্য উঠে এসেছে। মাস্ক টুইটারে প্রধান নির্বাহী কর্মকর্তার পদে বহাল থাকবেন নাকি, তার পদত্যাগ করা উচিত- তা জানতে জরিপে প্রশ্ন ছুড়ে দেন।

জরিপের ফলে দেখা গেছে, ৫৭ দশমিক ৫ শতাংশ হ্যাঁ ভোট পড়েছে। আর ৪২ দশমিক ৫ শতাংশ না ভোট পড়েছে। সোমবার সন্ধ্যায় জরিপটি শুরু হয়। ১৭ দশমিক ৫ মিলিয়নের বেশি ব্যবহারকারী এই জরিপে অংশ নেন।

রোববার মাস্ক বলেন, তিনি জরিপের ফল মেনে নেবেন। এর বেশি কিছু তিনি বলেননি। জরিপের ফলে যদি তার পদত্যাগের পক্ষে বেশি ভোট পড়ে, তবে তিনি কখন পদত্যাগ করবেন সেই বিষয়েও কিছু বলেননি।

ইলন মাস্ক যিনি টেসলা ও স্পেস এক্স- এর মতো প্রতিষ্ঠান চালাচ্ছেন, টুইটার কেনার পর এ নিয়ে তাকে ব্যপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।

বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ