বিজনেস আওয়ার প্রতিবেদক: সানি সিকিউরিটি সার্ভিসেস লি. এর নামে চুক্তিভিত্তিক চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ চক্রের প্রধানসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৩ এর একটি দল।
র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সানি সিকিউরিটি সার্ভিসেস লি. এর নামে চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার প্রমাণ পায়।
এ সময় চক্রের প্রধান ভোলার মো. ইমাম হোসেন ওরফে রাহাত (২৬) এবং সহযোগী নেত্রকোনার ইমতিয়াজ হাসানকে (২৪) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ভুয়া চাকরির বিজ্ঞপ্তি এবং ৬টি চাকরির আবেদনপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২২/এএইচএ