ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আইসিইউতে পপ তারকা ফেরদৌস ওয়াহিদ

  • পোস্ট হয়েছে : ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • 40

বিনোদন ডেস্ক: দিন দশেক আগে জ্বরে আক্রান্ত হন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। এরপর করোনা আক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমছিল না। বাড়তে থাকে সন্দেহ ও ভয়।

যে রোগগুলো করোনার ক্ষেত্রে ভয়ঙ্কর, সবগুলোই ফেরদৌস ওয়াহিদের মধ্যে রয়েছে। সন্দেহ, ভয় দূর এবং উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানের ডাক্তার শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে আইসিইউতে চিকিৎসাধীন রাখেন

ওইদিন সন্ধ্যায় করোনাক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য ফের তার নমুনা পরীক্ষা করা হয়। এরপর সেখানের ডাক্তারের সন্দেহই সত্যি হয়। মানে, পরদিন শুক্রবার (২১ আগস্ট) বিকেলে তার করোনা পজিটিভি আসে।

বিষয়টি নিশ্চিত করে ফেরদৌস ওয়াহিদের ছায়াবন্ধু প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর বলেন, আমার প্রিয় বন্ধু ফেরদৌস ওয়াহিদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। মানুষের দোয়া-ভালোবাসায় যেন আমাদের সব ভয় দূর হয়, মনে-প্রাণে সেই প্রার্থনাই করছি। তবে সেখানের ডাক্তাররা তার প্রতি বেশ যত্নশীল।

প্রায় পাঁচ দশক ধরে গান করে আসছেন গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কিংবদন্তি এই পপ তারকা। গায়কের পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’, ‘তুমি-আমি যখন একা’,‘আমার পৃথিবী তুমি’, ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘আমি ঘর বাঁধিলাম’, ‘আমি এক পাহারাদার’ প্রভৃতি উল্লেখযোগ্য।।

বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইসিইউতে পপ তারকা ফেরদৌস ওয়াহিদ

পোস্ট হয়েছে : ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০

বিনোদন ডেস্ক: দিন দশেক আগে জ্বরে আক্রান্ত হন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। এরপর করোনা আক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমছিল না। বাড়তে থাকে সন্দেহ ও ভয়।

যে রোগগুলো করোনার ক্ষেত্রে ভয়ঙ্কর, সবগুলোই ফেরদৌস ওয়াহিদের মধ্যে রয়েছে। সন্দেহ, ভয় দূর এবং উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানের ডাক্তার শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে আইসিইউতে চিকিৎসাধীন রাখেন

ওইদিন সন্ধ্যায় করোনাক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য ফের তার নমুনা পরীক্ষা করা হয়। এরপর সেখানের ডাক্তারের সন্দেহই সত্যি হয়। মানে, পরদিন শুক্রবার (২১ আগস্ট) বিকেলে তার করোনা পজিটিভি আসে।

বিষয়টি নিশ্চিত করে ফেরদৌস ওয়াহিদের ছায়াবন্ধু প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর বলেন, আমার প্রিয় বন্ধু ফেরদৌস ওয়াহিদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। মানুষের দোয়া-ভালোবাসায় যেন আমাদের সব ভয় দূর হয়, মনে-প্রাণে সেই প্রার্থনাই করছি। তবে সেখানের ডাক্তাররা তার প্রতি বেশ যত্নশীল।

প্রায় পাঁচ দশক ধরে গান করে আসছেন গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কিংবদন্তি এই পপ তারকা। গায়কের পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’, ‘তুমি-আমি যখন একা’,‘আমার পৃথিবী তুমি’, ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘আমি ঘর বাঁধিলাম’, ‘আমি এক পাহারাদার’ প্রভৃতি উল্লেখযোগ্য।।

বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: