বিজনেস আওয়ার প্রতিবেদক: গাইবান্ধার সাদুল্যাপুরে কৃষকের বাড়িতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে হাফিজার রহমান (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোররাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় যুগিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল ছয়টার দিকে হাফিজারকে অচেতন অবস্থায় সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রহিম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত হাফিজার রহমান গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চকমারোজপুর গ্রামের বাসিন্দা। গতকাল গভীর রাতে ভাঙ্গামোড় গ্রামের কৃষক নুরু মিয়ার (৫০) বাড়িতে কয়েকজন ব্যক্তি গরু চুরি করতে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেন।
কৃষক নুরু মিয়া বলেন, ‘গতকাল রাত দুইটার দিকে হাফিজারসহ তিনজন আমার তিনটি গরু চুরি করে পিকআপ ভ্যানে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। তবে বিষয়টি আমি টের পাইনি। আশপাশের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আমি বুঝতে পারি। পরে এলাকার লোকজন ধাওয়া করে হাফিজারকে আটক করেন। হাফিজারের সঙ্গে থাকা দুজন তিনটি গরু রেখে পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যান। উপস্থিত লোকজন হাফিজারকে আমার ঘরে আটকে রাখেন। পরে সেখানে আরও লোকজন জড়ো হলে তারা হাফিজারকে ঘর থেকে বের করে গণপিটুনি দেন। এরপর কী হয়েছে, আমি জানি না।’
সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুরঞ্জন কুমার বলেন, আজ সকাল ছয়টার দিকে হাফিজার নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আনার পথেই হয়তো ওই ব্যক্তি মারা গেছেন। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ওই যুবকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২২/এএইচএ