ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অর্থ আত্মসাৎ: সলিমুল্লাহ মেডিকেলের ক্যাশিয়ার ছাত্তার গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক: চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার আড়াই কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার মিয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করেছে। দুদক সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে আসামি সাত্তার মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার জন্য আদায় করা সরকারি রাজস্ব (ইউজার ফি) বাবদ ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করার অভিযোগ রয়েছে ক্যাশিয়ার আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে। যা দণ্ডবিধির ৪০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

গত ১৯ ডিসেম্বর দুদকের পক্ষ থেকে এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অর্থ আত্মসাৎ: সলিমুল্লাহ মেডিকেলের ক্যাশিয়ার ছাত্তার গ্রেফতার

পোস্ট হয়েছে : ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার আড়াই কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার মিয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করেছে। দুদক সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে আসামি সাত্তার মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার জন্য আদায় করা সরকারি রাজস্ব (ইউজার ফি) বাবদ ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করার অভিযোগ রয়েছে ক্যাশিয়ার আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে। যা দণ্ডবিধির ৪০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

গত ১৯ ডিসেম্বর দুদকের পক্ষ থেকে এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: