ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিবন্ধিতদের নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান

  • পোস্ট হয়েছে : ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • 44

বিজনেস আওয়ার প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য নিবন্ধন পাওয়া একদল চাকরিপ্রত্যাশী রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এসময় আন্দোলনকারিদের পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে শাহবাগে অনশন কর্মসূচির ২০০তম দিনে এ ঘটনা ঘটে। তবে আন্দোলন এখনো চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে হাসপাতালের সামনের রাস্তায় অবস্থান নেন। সড়কে অবস্থান নিয়ে তারা ‘সনদ যার, চাকরি তার’, ‘প্যানেলভিত্তিক নিয়োগ চাই’, ‘প্যানেল নিয়ে দুর্নীতি, মানি না, মানব না’, ‘গণবিজ্ঞপ্তির নামে প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। এতে রাস্তায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়।

এরপর পুলিশ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানালেও তারা রাজি হননি। পরে তাদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা হলে শুরু হয় হট্টগোল। তবে এখনও আন্দোলন চলছে। শাহবাগে সীমিত আকারে যানবাহনও চলাচল করছে।

আন্দোলনকারীদের সব নিবন্ধনধারীকে প্যানেলভিত্তিক নিয়োগ দেওয়া, নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখা এবং ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এ বিষয়ে এনটিআরিসএ ২য় নিবন্ধনধারী কামরুল ইসলাম বলেন, সনদধারীদের চাকরির দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ গণঅনশন করে আসছি। কিন্তু আমাদের দাবিকে তোয়াক্কা না করে আবারও গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আমাদের দাবি প্রথম প্যানেল থেকে ক্রমানুসারে সবাইকে চাকরি দিতে হবে। এর আগে গণবিজ্ঞপ্তির নামে কোনো প্রহসন আমরা মেনে নেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

সংগঠনটির সভাপতি আমির হোসেন বলেন, দেশে প্রায় ৪০ হাজার নিবন্ধিত শিক্ষক রয়েছে। খালি পদ রয়েছে প্রায় ৯০ হাজার। এরপরও নিয়োগ দেওয়া হচ্ছে না। আমরা নিবন্ধন পেয়েছি শিক্ষক হিসেবে। কিন্তু শিক্ষক পেশাজীবী হিসেবে সরকার আমাদের নিয়োগ দিচ্ছে না।

উল্লেখ্য, প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে চলতি বছরের ৫ জুন থেকে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে অনশন শুরু করেন এনটিআরসিএতে নিবন্ধিতরা। সেই কর্মসূচির ২০০তম দিন পূর্ণ হলো আজ।

বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিবন্ধিতদের নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান

পোস্ট হয়েছে : ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য নিবন্ধন পাওয়া একদল চাকরিপ্রত্যাশী রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এসময় আন্দোলনকারিদের পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে শাহবাগে অনশন কর্মসূচির ২০০তম দিনে এ ঘটনা ঘটে। তবে আন্দোলন এখনো চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে হাসপাতালের সামনের রাস্তায় অবস্থান নেন। সড়কে অবস্থান নিয়ে তারা ‘সনদ যার, চাকরি তার’, ‘প্যানেলভিত্তিক নিয়োগ চাই’, ‘প্যানেল নিয়ে দুর্নীতি, মানি না, মানব না’, ‘গণবিজ্ঞপ্তির নামে প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। এতে রাস্তায় যান চলাচল কিছুটা ব্যাহত হয়।

এরপর পুলিশ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানালেও তারা রাজি হননি। পরে তাদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা হলে শুরু হয় হট্টগোল। তবে এখনও আন্দোলন চলছে। শাহবাগে সীমিত আকারে যানবাহনও চলাচল করছে।

আন্দোলনকারীদের সব নিবন্ধনধারীকে প্যানেলভিত্তিক নিয়োগ দেওয়া, নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখা এবং ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এ বিষয়ে এনটিআরিসএ ২য় নিবন্ধনধারী কামরুল ইসলাম বলেন, সনদধারীদের চাকরির দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ গণঅনশন করে আসছি। কিন্তু আমাদের দাবিকে তোয়াক্কা না করে আবারও গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আমাদের দাবি প্রথম প্যানেল থেকে ক্রমানুসারে সবাইকে চাকরি দিতে হবে। এর আগে গণবিজ্ঞপ্তির নামে কোনো প্রহসন আমরা মেনে নেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

সংগঠনটির সভাপতি আমির হোসেন বলেন, দেশে প্রায় ৪০ হাজার নিবন্ধিত শিক্ষক রয়েছে। খালি পদ রয়েছে প্রায় ৯০ হাজার। এরপরও নিয়োগ দেওয়া হচ্ছে না। আমরা নিবন্ধন পেয়েছি শিক্ষক হিসেবে। কিন্তু শিক্ষক পেশাজীবী হিসেবে সরকার আমাদের নিয়োগ দিচ্ছে না।

উল্লেখ্য, প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে চলতি বছরের ৫ জুন থেকে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে অনশন শুরু করেন এনটিআরসিএতে নিবন্ধিতরা। সেই কর্মসূচির ২০০তম দিন পূর্ণ হলো আজ।

বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: