বিনোদন ডেস্ক: নতুন পরিচয়ে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। এবার সিনেমা পরিচালনা করতে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতাকে। নাম ঠিক না হওয়া একটি সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির প্রযোজক খুঁজে পেয়েছেন।
এই প্রসঙ্গে মারুফ বলেন, সিনেমা নির্মাণের পরিকল্পনা নতুন নয়। আমার দীর্ঘদিনের ইচ্ছা এটা। সেপ্টেম্বর থেকেই শুটিং শুরু করব। পুরো সিনেমার শুটিং হবে আমেরিকাতে। কলাকুশলীও থাকবে এখানকার। আশা করছি নায়ক হিসেবে যেমন সফলতা পেয়েছি, নির্মাতা হিসেবেও দর্শক আমাকে ভালো ভাবে গ্রহণ করবে।
মারুফ আরও বলেন, সিনেমাটি বাংলা এবং ইংরেজি ভাষাতে নির্মিত হবে। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের যেসব দেশে বাংলাভাষার মানুষ বেশি থাকে সেসব দেশেও ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।
উল্লেখ্য, ২০০২ সালে ‘ইতিহাস’ ছবিতে অভিনয় দিয়ে কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন। কাজী হায়াৎ পরিচালিত প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন মারুফ। এরপর খুব অল্প সময়েই ঢাকাই সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেন এই নির্মাতা কাজী হায়াৎ এর একমাত্র সন্তান কাজী মারুফ।
বিজনেস আওয়ার/২৩ আগস্ট, ২০২০/এ