বিজনেস আওয়ার প্রতিবেদক : টাঙ্গাইলে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে একদিনে ২৪০জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। এতে জরিমানা ও টিকিটমূল্যসহ আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ৬৯০ টাকা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সারাদিন এই অভিযান চালানো হয়। ট্রেনে বিনা টিকিটে যাত্রী, হকার, ভিক্ষুক ও হিজড়া প্রতিরোধ কল্পে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পাকশি বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন।
এ সময় আরএনবি কমান্ডেন্টসহ বঙ্গবন্ধু সেতু স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনের প্রধান বুকিং সহকারি রেজাউল করিম বলেন, স্টেশনে অভিযানের খবর পেয়ে বিনা টিকিটের যাত্রীদের টিকেট কাটার হিড়িক পড়ে যায়। এতে ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের টিকিট স্বাভাবিক দিনের চেয়ে কয়েকগুণ বেশি বিক্রি হয়। অভিযানের ফলে ধলেশ্বরী ট্রেনের টিকিট ৮০-৯০টির স্থলে বিক্রি হয়েছে ৩০০টি।
বিজনেস আওয়ার/২৩ ডিসেম্বর, ২০২২/কমা