স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করা হয়েছে। এরপর নতুন কোচ রোনাল্ড কোম্যান আসার পর থেকেই দলের ‘বুড়ো’ খেলোয়াড়দের বিদায় করে দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
এই ‘বুড়ো’দের তালিকায় আছেন বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরারদের তালিকায় তৃতীয় স্থানে থাকা লুইস সুয়ারেসও। কিন্তু উরুগুইয়ান স্ট্রাইকার নিজে ক্যাম্প ন্যু ছাড়তে চান না। এমনকি এজন্য বদলি খেলোয়াড় হিসেবে নামতেও তার আপত্তি নেই।
এ প্রসঙ্গে সুয়ারেস বলেন, আমি দলের জন্য সেরাটা চাই। আমি তুলনা করতে চাই না, সব জায়গা আলাদা। আমি বার্সাতেই থাকতে চাই, যতদিন তারা আমার ওপর ভরসা করবে। আমি দলের হয়ে অবদান রাখতে চাই। এখানে আসার পর থেকেই সমর্থকদের সমর্থন পেয়েছি এবং এটা আমাকে অনেক উৎসাহ জুগিয়ে যাচ্ছে।
সুয়ারেস আরও বলেন, আমি পুরো ক্যারিয়ারে বদলি খেলোয়াড় হওয়া নিয়ে কখনো আপত্তি করিনি। ফলে প্রয়োজনে আবার হতেও আমার কোনো সমস্যা নেই। দলে প্রতিযোগিতা থাকা ভালো। যদি কোচ প্রয়োজন মনে করেন যে আমাকে বেঞ্চ থেকে শুরু করতে হবে, আমি রাজি।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই তার ফর্ম পড়তির দিকে লুইস সুয়ারেসের। এ নিয়ে তাকে সমালোচনাও সইতে হচ্ছে অনেক। তাছারা বার্সেলোনা এবং সুয়ারেসের জন্য এবারের মৌসুমটা মোটেও ভালো কাটেনি।
বিজনেস আওয়ার/২৩ আগস্ট, ২০২০/এ