ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের ভাগ্য উন্নয়নেই আ.লীগ কাজ করে : কাদের

  • পোস্ট হয়েছে : ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভাগ্য উন্নয়নেই বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকেই ধর্ম নিরপেক্ষ, অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত-সাম্যের সমাজ এবং একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক ও প্রগতিশীল সমাজ-রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের ভিত্তি রচনা করেছে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।

তিনি বলেন, আওয়ামী লীগ বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম অব্যাহত রেখেছে। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে নিরন্তর সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আত্মত্যাগ করেছে, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছে। পৃথিবীতে এ ধরনের আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত রাজনৈতিক সংগঠনের উদাহরণ বিরল।

সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ শুধু দীর্ঘ সংগ্রাম করেছে তা নয়, সংগঠনের অভ্যন্তরেও গণতন্ত্রের চর্চার সমৃদ্ধ ঐতিহ্য বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে। আওয়ামী লীগের ৭৩ বছরের অভিযাত্রা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিরামহীনভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দুর্বার গতিতে এগিয়ে চলছে।

বিজনেস আওয়ার/২৩ ডিসেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জনগণের ভাগ্য উন্নয়নেই আ.লীগ কাজ করে : কাদের

পোস্ট হয়েছে : ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভাগ্য উন্নয়নেই বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকেই ধর্ম নিরপেক্ষ, অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত-সাম্যের সমাজ এবং একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক ও প্রগতিশীল সমাজ-রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের ভিত্তি রচনা করেছে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।

তিনি বলেন, আওয়ামী লীগ বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম অব্যাহত রেখেছে। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে নিরন্তর সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আত্মত্যাগ করেছে, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছে। পৃথিবীতে এ ধরনের আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত রাজনৈতিক সংগঠনের উদাহরণ বিরল।

সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ শুধু দীর্ঘ সংগ্রাম করেছে তা নয়, সংগঠনের অভ্যন্তরেও গণতন্ত্রের চর্চার সমৃদ্ধ ঐতিহ্য বাংলাদেশ আওয়ামী লীগের রয়েছে। আওয়ামী লীগের ৭৩ বছরের অভিযাত্রা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিরামহীনভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দুর্বার গতিতে এগিয়ে চলছে।

বিজনেস আওয়ার/২৩ ডিসেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: