ঢাকা , সোমবার, ২৪ জুন ২০২৪, ৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন পরীমণি

  • পোস্ট হয়েছে : ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • 12

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত ও প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণির আঙুলের হাড়ে চিড় ধরেছিল। গত বৃহস্পতিবার ঘরে ঢুকতে গিয়ে দরজায় আঘাতে এই দুর্ঘটনা ঘটে। তারপর তীব্র ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে হাতে ব্যান্ডেজ নিয়ে বসুন্ধরার বাসায় ফিরেছেন এই নায়িকা।

গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যান্ডেজ করা আঙুলের ছবি পোস্ট করেছেন পরীমণি। তিনি জানিয়েছেন, মাসখানেক ডান হাতে কোনো কাজ করতে পারবেন না। ফলে বাঁ হাতে খাবার গ্রহণ করতে হচ্ছে তাকে।

জনপ্রিয় এই চিত্রনায়িকা গণমাধ্যমকে বলেন, এটা ভীষণ বিরক্তিকর একটা বিষয়। বাঁ হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে। এ ধরনের অভিজ্ঞতা জীবনে প্রথম আমার। তাছাড়া রাজ্যকেও কোলে নিতে পারছি না। ও বড় হচ্ছে। শুইয়ে রাখলেই চিৎকার করে, কোলে উঠতে চায়। কিন্তু আমি কিছুই করতে পারি না।

পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি আগামী ২০ জানুয়ারি মুক্তির সময় ঠিক হয়েছে। আহত হওয়ার কারণে এর প্রচারেও কিছুটা বিঘ্ন ঘটতে পারে। অবশ্য এখনো এক মাস বাকি। এর মধ্যে চিকিৎসক হয়তো সুসংবাদ দিতে পারেন পরীমণিকে।

বিজনেস আওয়ার/২৪ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন পরীমণি

পোস্ট হয়েছে : ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত ও প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণির আঙুলের হাড়ে চিড় ধরেছিল। গত বৃহস্পতিবার ঘরে ঢুকতে গিয়ে দরজায় আঘাতে এই দুর্ঘটনা ঘটে। তারপর তীব্র ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে হাতে ব্যান্ডেজ নিয়ে বসুন্ধরার বাসায় ফিরেছেন এই নায়িকা।

গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যান্ডেজ করা আঙুলের ছবি পোস্ট করেছেন পরীমণি। তিনি জানিয়েছেন, মাসখানেক ডান হাতে কোনো কাজ করতে পারবেন না। ফলে বাঁ হাতে খাবার গ্রহণ করতে হচ্ছে তাকে।

জনপ্রিয় এই চিত্রনায়িকা গণমাধ্যমকে বলেন, এটা ভীষণ বিরক্তিকর একটা বিষয়। বাঁ হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে। এ ধরনের অভিজ্ঞতা জীবনে প্রথম আমার। তাছাড়া রাজ্যকেও কোলে নিতে পারছি না। ও বড় হচ্ছে। শুইয়ে রাখলেই চিৎকার করে, কোলে উঠতে চায়। কিন্তু আমি কিছুই করতে পারি না।

পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি আগামী ২০ জানুয়ারি মুক্তির সময় ঠিক হয়েছে। আহত হওয়ার কারণে এর প্রচারেও কিছুটা বিঘ্ন ঘটতে পারে। অবশ্য এখনো এক মাস বাকি। এর মধ্যে চিকিৎসক হয়তো সুসংবাদ দিতে পারেন পরীমণিকে।

বিজনেস আওয়ার/২৪ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: