বিজনেস আওয়ার প্রতিবেদক : নবমবারের মতো দেশের সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পেলো ওয়ালটন। অর্জন করলো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২২’। দেশের রেফ্রিজারেটর বাজারে সিংহভাগ ক্রেতার আস্থা অর্জনের মাধ্যমে টেকসই ব্র্যান্ড ইক্যুইটি তৈরির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পায় দেশের প্রথম ও শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোমঅ্যাপ্লায়েন্স এবং আইসিটি পণ্য প্রস্তুত ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন।
শনিবার রাজধানীর কুর্মিটোলায় হোটেল লা মেরিডিয়ানে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে ওয়ালটন কর্তৃপক্ষের হাতে ওই পুরস্কার তুলে দেন গ্রো এন এক্সেল-এর সিইও এবং লিড কনসালট্যান্ট এম. জুলফিকার হোসেন।
ওয়ালটনের পক্ষে বেস্ট রেফ্রিজারেটর ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. ফিরোজ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর দিদারুল আলম খান এবং ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহিদুল ইসলাম রেজা প্রমুখ।
‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ গ্রহণকালে ওয়ালটনের গ্রাহক, পরিবেশক, ডিলার, সব সদস্য ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছেন সিএমও মো. ফিরোজ আলম। তিনি বলেন, ৯ম বার সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। এই সফলতার বড় অংশীদার ওয়ালটনের বিশ্বব্যাপী বিস্তৃত ক্রেতারা। ডিজিটাল ক্যাম্পেইনের মতো ওয়ালটনের সর্বোচ্চ ক্রেতাসুবিধা ভিত্তিক বিপণন কৌশলও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেরা ব্র্যান্ডের এই স্বীকৃতি ওয়ালটনের ভিশন ‘গো-গ্লোবাল ২০৩০’ অর্জনে অনুপ্রেরণা যোগাবে।
উল্লেখ্য, দেশীয় ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত ১৪ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রদান করছে। এর মূল উদ্দেশ্য কঠোর প্রচেষ্টার মাধ্যমে অর্জিত ব্র্যান্ডগুলোর সাফল্যের প্রদর্শন এবং উদযাপন। নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে এবং ডেইলি স্টারের প্রষ্ঠপোষকতায় এ বছরের ওই আয়োজন করে ব্র্যান্ড ফোরাম। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সব বিভাগ থেকে ভোক্তারা জরিপে অংশ নেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদণ্ড বিবেচনায় এ বছর সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের পুরস্কার পায় ওয়ালটন।
বিজনেস আওয়ার/২৬ ডিসেম্বর, ২০২২/কমা