বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে আরো সাড়ে তিন লাখ শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিন প্রাণ হারিয়েছে আরো একহাজার মানুষন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বে আক্রান্ত হিসেবে শনাক্ত দাঁড়িয়েছে ৬৬ কোটি ২১ লাখ ৫১ হাজার ৫২৪ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়েছিল ৬৬ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ৭৭৬ জন। এহিসেবে ভাইরাসটিতে একদিনে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৭৪৮ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় হারিয়েছে ৬৬ লাখ ৮৭ হাজার ২৩৩ জন। আগের দিন একই সময় পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬৬ লাখ ৮৬ হাজার ১৪৩ জন। এহিসেবে একদিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে একহাজার ৯০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে ৬৩ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ১০৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৫৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ১৬ হাজার ০৯৫ জন মানুষ মারা গেছেন।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৭৮ হাজার ৫৪৮ জন। দেশটিতে তৃতীয় সর্বোচ্চ ৫ লাখ ৩০ হাজার ৬৯৬ জন প্রাণ হারিয়েছে। তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৭৫৭ জন শনাক্ত হয়েছে ফ্রান্সে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ লাখ ৯৩ হাজার ০১৭ জন প্রাণ হারিয়েছে ব্রাজিলে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২৭ ডিসেম্বর, ২০২২/কমা