ঢাকা , শনিবার, ২২ জুন ২০২৪, ৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে আনসার সদস্যদের বেঁধে দুটি শর্টগান ছিনতাই

  • পোস্ট হয়েছে : ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • 13

বিজনেস আওয়ার প্রতিবেদক: নরসিংদীতে ক্যাম্পে কর্মরত দুই আনসার সদস্যের কাছ থেকে দুটি শটগান এবং ২০ রাউন্ড বুলেট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার বড় বাজার এলাকা বণিক সমিতি আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, রাত আড়াইটার দিকে নরসিংদী বড় বাজার এলাকায় একসঙ্গে চারজন সদস্য আনসার ক্যাম্পের সামনে টহল দিচ্ছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করে। তারা দুই সদস্যকে রশিতে বেঁধে তাদের কাছে থাকা দুটি শটগান এবং ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়। তবে অন্য দুই আনসার সদস্য দৌড়ে কৌশলে রক্ষা পান।

এদিকে খবর পেয়ে মঙ্গলবার সকালে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, ‘অস্ত্র ছিনতাইয়ের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশসহ প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজনেস আওয়ার/২৭ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নরসিংদীতে আনসার সদস্যদের বেঁধে দুটি শর্টগান ছিনতাই

পোস্ট হয়েছে : ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: নরসিংদীতে ক্যাম্পে কর্মরত দুই আনসার সদস্যের কাছ থেকে দুটি শটগান এবং ২০ রাউন্ড বুলেট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার বড় বাজার এলাকা বণিক সমিতি আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, রাত আড়াইটার দিকে নরসিংদী বড় বাজার এলাকায় একসঙ্গে চারজন সদস্য আনসার ক্যাম্পের সামনে টহল দিচ্ছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করে। তারা দুই সদস্যকে রশিতে বেঁধে তাদের কাছে থাকা দুটি শটগান এবং ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়। তবে অন্য দুই আনসার সদস্য দৌড়ে কৌশলে রক্ষা পান।

এদিকে খবর পেয়ে মঙ্গলবার সকালে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, ‘অস্ত্র ছিনতাইয়ের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশসহ প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজনেস আওয়ার/২৭ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: