স্পোর্টস ডেস্ক: আগেই জানা গিয়েছিল সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জাতীয় দলের সঙ্গে একই ফ্লাইটে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বিসিবির হাই পারফরমেন্স ইউনিট। লঙ্কা এইচপির বহরে থাকবে ২৬ খেলোয়াড়। সেই দলে থাকবেন বিশ্ব বিজয়ী যুব দলের দলের অধিনায়ক আকবর আলীসহ অন্তত ১২ থেকে ১৪ জন।
পিএইচপি ইউনিটে নাম ছিলো বিশ্বজয়ী যুব দলের সহ-অধিনায়ক তৌহিদ হৃদয় ও অলরাউন্ডার শামিম পাটোয়ারির। কিন্তু নতুন খবর হলো, তাদের দুজনের যাওয়া হচ্ছে না শ্রীলঙ্কা সফরে। ইনজুরি বা অসুস্থতার কারণে নয়; তৌহিদ ও শামিমের শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না আইসিসির নিষেধাজ্ঞার কারণে।
যুব বিশ্বকাপের ফাইনাল শেষে ভারতের খেলোয়াড়দীর সঙ্গে অনাকাঙ্খিত ঘটনায় ভারত ও বাংলাদেশের ৫ জন ক্রিকেটার নিষিদ্ধ হয়েছেন। এর মধ্যে ১০ ম্যাচ সাসপেনশনে পড়েছেন সহ অধিনায়ক তৌহিদ হৃদয়, অলরাউন্ডার শামিম পাটোয়ারির নিষেধাজ্ঞা ৮ ম্যাচ। সে কারণেই তাদেরকে শ্রীলঙ্কাগামী দলে রাখা যাবে না।
এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, শ্রীলঙ্কা সফরের আমরা ২৪ থেকে ২৬ ক্রিকেটারকে এইচপি দলের জন্য মনোনীত করব। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় এইচপি দলের বহরে তৌহিদ ও শামিমকে রাখতে পারব না। আইসিসির নিয়ম হলো, কোন সাসপেন্ড ক্রিকেটারকে দলে রাখা যাবে না।
বিজনেস আওয়ার/২৩ আগস্ট, ২০২০/এ