বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
ডা. এ জেড এম জাহিদ বলেন, বিএনপির নির্ধারিত গণমিছিল নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট রুটেই শুরু হবে। শুক্রবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছে ডিএমপি।
বিএনপির এই নেতা বলেন, গণমিছিল যেন বিএনপির পছন্দে রুটেই করতে পারি, সে ব্যাপারে আমরা তাদের সহযোগিতা চেয়েছি।
ডিএমপি কমিশনারের পক্ষ থেকে কোনও আশ্বাস দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখানে আশ্বাস বা নিরাশার কোনও বিষয় না। ডিএমপি কার্যালয়ে ঘণ্টাখানেক বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে বের হয়ে যাওয়ার সময় তিনি এসব কথা বলেন।
আগামী শুক্রবার ৩০ ডিসেম্বর বিএনপির ১০ দফা দাবি আদায়ের প্রথম কর্মসূচি গণমিছিল। সেই গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করা যায় সেজন্য বিএনপির রুট নিয়ে ডিএমপির সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া তাদের বিষয়টি অবহিত করা। গণমিছিল সফল ও সার্থক করা এখন বিএনপির মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই আমরা এখন এগিয়ে যাচ্ছি। গণমিছিল নয়াপল্টন থেকেই শুরু হবে।
এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বিএনপির এটি গণমিছিল, এটি সমাবেশ না। আপনারা দেখবেন শুক্রবার বাদ জুমা গণমিছিল হবে। এখানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতান্ত্রিক রাজনৈতিতে বিশ্বাসী। জনগণের কথা বলার জন্য বিএনপির ১০ দফার যেই কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য সবার সর্বাত্মক সহযোগিতা পাবো। এছাড়া আন্দোলন ও সংগ্রামের প্রথম ধাপ গণমিছিল।
মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বিএনপির দুই নেতার সাক্ষাতের সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিজনেস আওয়ার/২৭ ডিসেম্বর, ২০২২/এএইচএ