ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রি ফায়ার খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে গলা কেটে হত্যা

  • পোস্ট হয়েছে : ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • 44

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফ্রি ফায়ার গেমসের আইডিই হ্যাক করা নিয়ে দ্বন্দ্বে বগুড়ার শিবগঞ্জের স্কুলছাত্র সিফাতকে গলা কেটে হত্যা করেছে তার এক কিশোর বন্ধু।

উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাঁশবাগান থেকে সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সিফাত বগুড়া শহরের নুরানী মোড় খাঁ পাড়ার শাহ আলমের ছেলে। সে প্রভাতী পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এসপি জানান, সিফাত ও তার অভিযুক্ত বন্ধু মোবাইলে ফ্রি ফায়ার খেলত। কিছুদিন আগে কৌশলে সিফাতের গেমের আইডি ও পাসওয়ার্ড নিয়ে নেয় তার বন্ধু। পরে সিফাত ও অন্য কয়েক বন্ধু চাপ দিলে পাসওয়ার্ড ফেরত দেয় সে, কিন্তু এ নিয়ে নিহত কিশোরের সঙ্গে তার বন্ধুর দ্বন্দ্ব চলতে থাকে।

এসপি আরও জানান, সোমবার বিকেলে সিফাত তার বোনের মোবাইল মেরামত করার জন্য বের হলে তার বন্ধুর সঙ্গে দেখা হয়। তখন সিফাতকে নিশ্চিন্তপুর গ্রামে বেড়াতে যাওয়ার কথা বলে নিয়ে যায় সে। নিশ্চিন্তপুরে বাঁশবাগানে বসে গল্পগুজব করে দুজন। এর একপর্যায়ে সুযোগ বুঝে চাপাতি দিয়ে সিফাতের গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এরপর সে আত্মগোপনে চলে যায়।

তিনি আরও বলেন, সেদিন রাতেই সিফাতের বাবা শাহ আলম থানায় মামলা করেন। পরে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফ্রি ফায়ার খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে গলা কেটে হত্যা

পোস্ট হয়েছে : ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফ্রি ফায়ার গেমসের আইডিই হ্যাক করা নিয়ে দ্বন্দ্বে বগুড়ার শিবগঞ্জের স্কুলছাত্র সিফাতকে গলা কেটে হত্যা করেছে তার এক কিশোর বন্ধু।

উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাঁশবাগান থেকে সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সিফাত বগুড়া শহরের নুরানী মোড় খাঁ পাড়ার শাহ আলমের ছেলে। সে প্রভাতী পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এসপি জানান, সিফাত ও তার অভিযুক্ত বন্ধু মোবাইলে ফ্রি ফায়ার খেলত। কিছুদিন আগে কৌশলে সিফাতের গেমের আইডি ও পাসওয়ার্ড নিয়ে নেয় তার বন্ধু। পরে সিফাত ও অন্য কয়েক বন্ধু চাপ দিলে পাসওয়ার্ড ফেরত দেয় সে, কিন্তু এ নিয়ে নিহত কিশোরের সঙ্গে তার বন্ধুর দ্বন্দ্ব চলতে থাকে।

এসপি আরও জানান, সোমবার বিকেলে সিফাত তার বোনের মোবাইল মেরামত করার জন্য বের হলে তার বন্ধুর সঙ্গে দেখা হয়। তখন সিফাতকে নিশ্চিন্তপুর গ্রামে বেড়াতে যাওয়ার কথা বলে নিয়ে যায় সে। নিশ্চিন্তপুরে বাঁশবাগানে বসে গল্পগুজব করে দুজন। এর একপর্যায়ে সুযোগ বুঝে চাপাতি দিয়ে সিফাতের গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এরপর সে আত্মগোপনে চলে যায়।

তিনি আরও বলেন, সেদিন রাতেই সিফাতের বাবা শাহ আলম থানায় মামলা করেন। পরে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: