আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের নাগরিকরা ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশের সৌদি দূতাবাস।
ঢাকার বিমানবন্দরে পৌঁছামাত্রই সৌদি নাগরিকদের এন্ট্রি ভিসা দেয়া হবে বলে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়।
সৌদি দূতাবাসের টুইটের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ওকাজের প্রতিবেদনে বলা হয়, ঢাকায় বিমানবন্দরে পৌঁছামাত্র সৌদি নাগরিকদের এন্ট্রি ভিসা দিতে সম্মত হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজন হলে ফোনে বা ইমেইলে নাগরিকদের যোগাযোগ করতে বলেছে সৌদি মিশন।
বৈধ পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিক বর্তমানে বিশ্বের মোট ৪১টি দেশে ভিসা ছাড়া যাতায়াত করতে পারেন। এর মধ্যে ১৯টি দেশ থেকে অন-অ্যারাইভাল ভিসা দেয়। অন্যদিকে, সৌদি আরবের নাগরিকরা বিশ্বের ৭৭টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন।
বিজনেস আওয়ার/২৮ ডিসেম্বর, ২০২২/এএইচএ