ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সন্তান নিয়ে পালানোর চেষ্টা: জাপানি নারীর বিরুদ্ধে মামলা

  • পোস্ট হয়েছে : ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে দুই নাবালিকা সন্তানকে নিয়ে পালানোর চেষ্টার ঘটনায় জাপানি নারী এরিকো নাকানো ও তাকে সহযোগিতাকারী নাসরিন নাহারের বিরুদ্ধে মামলা করেছেন সন্তানদের বাবা ইমরান শরিফ। মামলায় জাপানি নারী এরিকো এবং তাকে সহযোগিতাকারী নাসরিন নাহারকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা দয়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সিআর মামলা নং-৪৮৯২/২২। মামলায় ৩৬৫/৪২০/৩৪২/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী ইমরান শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার জন্য গভীর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান জাপানি নারী এরিকো নাকানো। আদালতের নির্দেশনা অমান্য করে সন্তানদের নিয়ে যাওয়ার চেষ্টা করায় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় পুলিশ।

২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই মেয়েকে সঙ্গে নিয়ে জাপান থেকে দেশে আসেন ইমরান। এরপর মেয়েদের ফিরে পেতে একই বছরের ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো। তাদের ফিরে পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন তিনি।

পরবর্তীতে আদালতের নির্দেশে দুই সন্তানকে কিছুদিন তেজগাঁওয়ে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। সব পক্ষের শুনানি নিয়ে ৩১ আগস্ট গুলশানের ফ্ল্যাটে মায়ের হেফাজতে শিশুদের রাখার আদেশ দেন হাইকোর্ট।

বিজনেস আওয়ার/২৯ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সন্তান নিয়ে পালানোর চেষ্টা: জাপানি নারীর বিরুদ্ধে মামলা

পোস্ট হয়েছে : ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে দুই নাবালিকা সন্তানকে নিয়ে পালানোর চেষ্টার ঘটনায় জাপানি নারী এরিকো নাকানো ও তাকে সহযোগিতাকারী নাসরিন নাহারের বিরুদ্ধে মামলা করেছেন সন্তানদের বাবা ইমরান শরিফ। মামলায় জাপানি নারী এরিকো এবং তাকে সহযোগিতাকারী নাসরিন নাহারকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা দয়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সিআর মামলা নং-৪৮৯২/২২। মামলায় ৩৬৫/৪২০/৩৪২/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী ইমরান শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার জন্য গভীর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান জাপানি নারী এরিকো নাকানো। আদালতের নির্দেশনা অমান্য করে সন্তানদের নিয়ে যাওয়ার চেষ্টা করায় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় পুলিশ।

২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই মেয়েকে সঙ্গে নিয়ে জাপান থেকে দেশে আসেন ইমরান। এরপর মেয়েদের ফিরে পেতে একই বছরের ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো। তাদের ফিরে পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন তিনি।

পরবর্তীতে আদালতের নির্দেশে দুই সন্তানকে কিছুদিন তেজগাঁওয়ে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। সব পক্ষের শুনানি নিয়ে ৩১ আগস্ট গুলশানের ফ্ল্যাটে মায়ের হেফাজতে শিশুদের রাখার আদেশ দেন হাইকোর্ট।

বিজনেস আওয়ার/২৯ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: