আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের জান্তা সরকার নিয়ন্ত্রিত সেদেশের একটি আদালত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও সাত বছরের কারাদণ্ড দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের সেশন চলে খুবই গোপনে।যেখানে সু চিকে হাজির করা হয়।
গত বছরের ফেব্রুয়ারিতে এক সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।তখন সু চিসহ তার দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়।
আজ সু চির বিরুদ্ধে করা মামলার শেষ রায়ের জন্য দিন ধার্য ছিল। সেই অনুযায়ী এজলাসে কারাবন্দি নেত্রীর সাত বছরের কারাদণ্ড দেন মিয়ানমারের আদালত।
এর আগে কয়েকটি মামলার রয়ে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয় মিয়ানমারের এই নারী নেত্রীকে। তবে এবার সর্বশেষ রায়ে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হলো তাকে।
সু চিকে কারাদণ্ড দেওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি দেশটির সামরিক সরকারের মুখপাত্র।
বিজনেস আওয়ার/৩০ ডিসেম্বর, ২০২২/কমা