ঢাকা , সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো: তসলিমা নাসরিন

  • পোস্ট হয়েছে : ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • 12

বিনোদন ডেস্ক: ঢাকার সিনেমার আলোচিত তারকা জুটি পরীমনি ও শরিফুল রাজের সম্পর্কে ভাঙনের সুর প্রকাশ্যে আনলেন পরীমনি নিজেই। শুক্রবার (৩০ ডিসেম্বর) মাঝরাতে সংসার ভাঙার ইঙ্গিত দিয়ে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন ঢাকার চলচ্চিত্রের এ নায়িকা। যদিও ডিভোর্সের বিষয়ে সরাসরি কিছুই লেখেননি এই নায়িকা।

পরীমণি নিজের ফেসবুকে লেখেন, ‘‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই।’’

এদিকে পরীমণির স্ট্যাটাস দেখে নিজের অতীত জীবনে ফিরে গেলেন ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

তিনিও ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে…। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’

‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে। ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

এর আগে বোট ক্লাব কাণ্ডের সময়ও পরীমণির পাশে দাঁড়িয়েছিলেন তসলিমা নাসরিন। ওই ঘটনায় তখনও পরীমণির পক্ষে বেশ সরব থাকতে দেকা যায় তোসলিমা নাসরিনকে।

এদিকে তসলিমা নাসরিনের স্ট্যাটাসে এক অনুরাগী লেখেন, ‘পরীমণির সাথে আপনার জীবনের মিল! কোথাও ভুল হচ্ছে না তো ! আমি এমন একটা অসভ্য মানুষের সাথে আপনার মিল খুঁজে পাচ্ছি না কোথাও। আপনার ভ্রম হচ্ছে। কোথাও সে সম্পর্কে জড়ায়নি, বাজারের সস্তামেয়েদের মতো সে কেবল কেনাবেচা হয়েছে, হাতবদল হয়েছে। শেষে তড়িঘড়ি করে আরেকটা অসভ্য ছেলের সাথে সে যে সম্পর্ক তৈরি করেছে তার নাম দিয়েছে ‘বিবাহ’। আপনার জীবন ছিলো আদর্শকেন্দ্রিক। সেখানে ‘কেনাবেচা’ শব্দটি ছিলো না ; কোথাও প্রেমের নামে, কোথাও আদর্শের নামে একে অন্যে সরে গেছেন। পরীমণির সাথে আপনার জীবন, চিন্তা মিলে গেলে আমার বুকসেল্ফে সাজানো আপনার লেখা বইগুলো ছুঁড়ে ফেলে দিতে হয়। আমি বিশ্বাস করি না, করতেও চাই না যে আপনাদের দু’জনের কর্ম ও জীবন একই।’

তার জবাবে তসলিমা নাসরিন লেখেন, ‘মিল তো অনেক রকম হতে পারে, আপনার সংগে আদর্শের মিল, তার সংগে স্ট্রাগলের মিল। পরীমণির সংগে যে মিলের কথা বলেছি, সেটি সরলতার মিল, মানুষকে সহজে বিশ্বাস করার মিল।’

বিজনেস আওয়ার/৩১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো: তসলিমা নাসরিন

পোস্ট হয়েছে : ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: ঢাকার সিনেমার আলোচিত তারকা জুটি পরীমনি ও শরিফুল রাজের সম্পর্কে ভাঙনের সুর প্রকাশ্যে আনলেন পরীমনি নিজেই। শুক্রবার (৩০ ডিসেম্বর) মাঝরাতে সংসার ভাঙার ইঙ্গিত দিয়ে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন ঢাকার চলচ্চিত্রের এ নায়িকা। যদিও ডিভোর্সের বিষয়ে সরাসরি কিছুই লেখেননি এই নায়িকা।

পরীমণি নিজের ফেসবুকে লেখেন, ‘‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই।’’

এদিকে পরীমণির স্ট্যাটাস দেখে নিজের অতীত জীবনে ফিরে গেলেন ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

তিনিও ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে…। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’

‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে। ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

এর আগে বোট ক্লাব কাণ্ডের সময়ও পরীমণির পাশে দাঁড়িয়েছিলেন তসলিমা নাসরিন। ওই ঘটনায় তখনও পরীমণির পক্ষে বেশ সরব থাকতে দেকা যায় তোসলিমা নাসরিনকে।

এদিকে তসলিমা নাসরিনের স্ট্যাটাসে এক অনুরাগী লেখেন, ‘পরীমণির সাথে আপনার জীবনের মিল! কোথাও ভুল হচ্ছে না তো ! আমি এমন একটা অসভ্য মানুষের সাথে আপনার মিল খুঁজে পাচ্ছি না কোথাও। আপনার ভ্রম হচ্ছে। কোথাও সে সম্পর্কে জড়ায়নি, বাজারের সস্তামেয়েদের মতো সে কেবল কেনাবেচা হয়েছে, হাতবদল হয়েছে। শেষে তড়িঘড়ি করে আরেকটা অসভ্য ছেলের সাথে সে যে সম্পর্ক তৈরি করেছে তার নাম দিয়েছে ‘বিবাহ’। আপনার জীবন ছিলো আদর্শকেন্দ্রিক। সেখানে ‘কেনাবেচা’ শব্দটি ছিলো না ; কোথাও প্রেমের নামে, কোথাও আদর্শের নামে একে অন্যে সরে গেছেন। পরীমণির সাথে আপনার জীবন, চিন্তা মিলে গেলে আমার বুকসেল্ফে সাজানো আপনার লেখা বইগুলো ছুঁড়ে ফেলে দিতে হয়। আমি বিশ্বাস করি না, করতেও চাই না যে আপনাদের দু’জনের কর্ম ও জীবন একই।’

তার জবাবে তসলিমা নাসরিন লেখেন, ‘মিল তো অনেক রকম হতে পারে, আপনার সংগে আদর্শের মিল, তার সংগে স্ট্রাগলের মিল। পরীমণির সংগে যে মিলের কথা বলেছি, সেটি সরলতার মিল, মানুষকে সহজে বিশ্বাস করার মিল।’

বিজনেস আওয়ার/৩১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: