বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের উত্তরের জেলাতে শীতের তীব্রতা বেড়েছে। শীতের তীব্রতার কারণে উত্তরের জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। উত্তরের জেলা সিলেটের শ্রীমঙ্গল এবং রংপুরের তেঁতুলিয়াল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) আবহাওয়া অফিস এ তথ্য দিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের শ্রীমঙ্গল এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, তাপমাত্রার অবনতি আর হাড়কাঁপানো শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। সময়মত কাজে যেতে পারছেন না তারা। বিপাকে যানবাহন চালকরাও। তাদেরকে সকালেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি নিয়ে চলাচল করতে হচ্ছে।
শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও ত’সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুস্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
বিজনেস আওয়ার/০১ জানুয়ারি, ২০২৩/কমা