ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক ডিআইজি পার্থের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক

  • পোস্ট হয়েছে : ০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
  • 61

বিজনেস আওয়ার প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) সাময়িক বরখাস্তকৃত কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন আদালতে এই চার্জশিট দাখিল করেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ ২০১৯ সালের ২৯ জুলাই পার্থ গোপাল বণিককে আসামি করে এই মামলাটি করা হয়েছিল।

অভিযোগপত্রে বলা হয়, বরখাস্তকৃত কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন। এসব টাকা গোপন করে তার নামীয় কোনো ব্যাংক হিসাবে জমা না রেখে বিদেশে পাচারের উদ্দেশে নিজ বাসস্থানে লুকিয়ে রাখে। যা দণ্ডবিধির ১৬১ ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

বিজনেস আওয়ার/২৪ আগস্ট, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সাবেক ডিআইজি পার্থের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক

পোস্ট হয়েছে : ০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) সাময়িক বরখাস্তকৃত কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন আদালতে এই চার্জশিট দাখিল করেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ ২০১৯ সালের ২৯ জুলাই পার্থ গোপাল বণিককে আসামি করে এই মামলাটি করা হয়েছিল।

অভিযোগপত্রে বলা হয়, বরখাস্তকৃত কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন। এসব টাকা গোপন করে তার নামীয় কোনো ব্যাংক হিসাবে জমা না রেখে বিদেশে পাচারের উদ্দেশে নিজ বাসস্থানে লুকিয়ে রাখে। যা দণ্ডবিধির ১৬১ ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

বিজনেস আওয়ার/২৪ আগস্ট, ২০২০/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: