আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর একটি কারাগারে বন্দুকধারীদের হামলায় ১০ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১ জানুয়ারি) সকালে দেশটির সিউদাদ রাজ্যের জুয়ারেজে এ ঘটনা ঘটে।
এএফপি এবং এবিসি নিউজের তথ্যমতে, বেশ কয়েকজন বন্দুকধারী হঠাৎ কারাগারে গুলি চালানো শুরু করে। হামলার একপর্যায়ে বন্দিরাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় ১০ নিরাপত্তারক্ষী ও চার বন্দির মৃত্যু হয়। ১৩ জন আহত হওয়ার পাশাপাশি ২৪ জন বন্দি পালিয়ে যায়।
এ দিকে হামলার পর আক্রমণকারীদের ধাওয়া করে একটি গাড়ি জব্দ এবং চারজনকে আটক করা হয়। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সিউদাদ জুয়ারেজ শহরে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে বছরের পর বছর ধরে মাদকচক্রের সংঘাত চলে আসছে। বিগত এক দশকে এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
বিজনেস আওয়ার/০২ জানুয়ারি, ২০২৩/কমা